রাজশাহী নগরীতে আট জুয়াড়ি আটক

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ | ৫:১০ অপরাহ্ণ

রাজশাহী নগরীতে আট জুয়াড়ি আটক
apps

রাজশাহী মহানগরীতে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মিশন গেট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার হায়দার আলী (৪৫), ডিঙ্গাডোবার মো: সেলিম (৪২), আব্দুস সালাম (৩৫), মোহর আলী (৩৮), জাকিউর রহমান ওরফে ডিগেন (৪০), মো: সুমন (৩৩), বহরমপুর এলাকার মো: হেলাল (৪২) এবং কাজীহাটা এলাকার মামুনুর রশিদ (৪০)।আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। অভিযানে এদের কাছ থেকে নগদ ৫ হাজার ২৪৫ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৭

Development by: webnewsdesign.com