রাজশাহী মহানগরীতে আগুনে ৪৭টি অটো ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। (১ মার্চ) মঙ্গলবার সকাল ৯টার সময় নগরীর কয়ের দাঁড়া মোড়ে মা আমেনা অটো গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হটাৎ দেখি অটো গ্যারেজ থেকে আগুন ধোয়া দেখা যাচ্ছে। গ্যারেজের ভিতরে নাইট গার্ড ঘুমিয়ে আছে। গ্যারেজিটি গেট বন্ধ ছিল। বহু ডাকা ডাকির পর নাইট গার্ড বাবুর ঘুম ভাঙে । এর মধ্যে দেখি মুহুতের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীরা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে কিন্ত আগুন তাদের নিয়ন্ত্রনের বাহিরে চলে গেছে। পরে ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিস (দমকল বাহিনী) এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
আটো গ্যারেজের মালিক মো: নাদিম শেখ জানান, আমার অটো গ্যারেজে ৪৭টি অটো রিক্সা, গাড়ির যন্ত্রাংশ, একটি মোটর সাইকেল ও বিদ্যুৎ বিলের নগদ ৪৭ হাজার টাকা পুড়ে গেছে। আমার লোন কিস্তি নিয়ে এই গ্যারেজটি দাঁড় করেছিলাম। আমি শেষ হয়েগেলাম।
গ্যারেজে মোটর সাইলের পুড়ে যাওয়া মো : রাজু আহম্মেদ বলেন, আমার নতুন ৪ বি এ্যাপাচি মোটর সাইকেল পুড়ে গেছে। আমার বাড়ির নর্মাণ কাজ চলছে যাহার ফলে মোটর সাইকেলটি এখানে রাখা থাকতো।
রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস উপ-পরিচালক জাকির হোসেন বলেন, আমার খবর পেয়ে আগুন আধা ঘন্টায় চেষ্টা করে নিয়ন্ত্রনে নিয়ে এসেছি। প্রথমিক ভাবে ধারনা করা ইলেট্রিক শর্ট সার্কিট আগুনের সুত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৬০ লক্ষ টাকা হবে।
Development by: webnewsdesign.com