রাজশাহীর সিটি হাট থেকে চোর ও ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার (৪ জুন) সিটি হাটে পাঁচজন ব্যক্তি কোরবানির পশু কিনতে এলে তিন লাখ টাকা পকেট থেকে বের করে নিয়েছে চক্রটি।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, কয়েকদিন ধরে তারা অভিযোগ পাচ্ছিলেন একটি ছিনতাইকারী চক্র হাটে ক্রেতা বিক্রেতার টাকা ছিনিয়ে নিচ্ছে। পাশাপাশি সঙ্ঘবদ্ধ একটি চোরচক্র ক্রেতা বিক্রেতার টাকা চুরি করছে।
এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, হাটের ভেতর থেকে শিহাব ও মঈন নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ছুরি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত নানা জিনিসপত্র উদ্ধার করে হয়েছে।
বুধবার সিটি হাটে পাঁচজন ব্যক্তি কোরবানির পশু কিনতে এলে তিন লাখ টাকা পকেট থেকে বের করে নিয়েছে চক্রটি। তাদের শাহমখদুম থানায হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছের র্যাবের এ কর্মকর্তা। পাশাপাশি তিনি ক্রেতা বিক্রেতা উভয়কেই আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।
Development by: webnewsdesign.com