রাজশাহীর মোহনপুরে ট্রাক চাপায় সার ব্যবসায়ী নিহত

সোমবার, ১২ অক্টোবর ২০২০ | ৫:৩২ অপরাহ্ণ

রাজশাহীর মোহনপুরে ট্রাক চাপায় সার ব্যবসায়ী নিহত
apps

মোহনপুরের বিদিরপুর মোড়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিনি ট্রাকের নিচে চাপা পড়ে নওশাদ আলী নামের এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার টেমা গ্রামের বদের উদ্দিনের ছেলে। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত নওশাদ আলী বিদিরপুর বাজারে চা পান করে রাস্তা পারা হচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী মিনি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নওহাটা কলেজ মোড়ে জনতা ঘাতক ট্রাক আটক করে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মৃতদেহ এবং ট্রাক জব্দ করে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহম্মেদ বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com