রাজশাহীর পদ্মা নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত জেলের নাম আবু তালেব মিঠু (৪৫), তিনি উপজেলার ইউসুফপুর কারিগর পাড়া গ্রামের আবু বক্করের ছেলে। চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবু তালেব মিঠু পেশায় একজন জেলে। শুক্রবার দুপুরে মিঠু পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার পর তিনি ডুব দেন। কিন্তু আর উঠে আসতে পারেননি। শনিবার সকাল রাজশাহী সদর ফায়ার সার্ভিস থেকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়।
এরপর লিডার নুরুন্নবীর নেতৃত্বে চার সদস্যের ওই ডুবুরি দল প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে পদ্মা নদী থেকে তালেবের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৭
Development by: webnewsdesign.com