রাজশাহীর তানোরে গলাকেটে যুবককে হত্যা

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | ২:৪৫ অপরাহ্ণ

রাজশাহীর তানোরে গলাকেটে যুবককে হত্যা
apps

রাজশাহীর তানোর উপজেলায় প্রকাশ কুমার (১৯) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কলমা ইউনিয়নের চৌরখোর বিলের ফাঁকা রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রকাশ কুমার তানোর উপজেলার এনায়েতপুর চৌরখোর গ্রামের নির্মল সিংহের ছেলে।

তিনি রাজশাহী মহানগরীর একটি মিষ্টির দোকানে কাজ করতেন। করোনা পরিস্থিতিতে প্রকাশ গ্রামে বাড়িতেই ছিলেন।

রাজশাহী জেলার তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) রাকিবুল হাসান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরের অন্যান্য স্থানেও ধারালো অস্ত্রের আঘাত আছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

Development by: webnewsdesign.com