গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সোমবার, ২৬ অক্টোবর ২০২০ | ৪:৪০ অপরাহ্ণ

গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
apps

রাজশাহীর গোদাগাড়ীতে ৫৯০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম শহিদুল ইসলাম (৩০)। রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর খড়বোনা এলাকায় তার বাড়ি। বাবার নাম মো বজেল।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যা ৬টার দিকে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, শহিদুলের কাছ থেকে ৫৯০ গ্রাম হেরোইন ছাড়াও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

Development by: webnewsdesign.com