রাজশাহীর গোদাগাড়ীতে ৫৯০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম শহিদুল ইসলাম (৩০)। রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর খড়বোনা এলাকায় তার বাড়ি। বাবার নাম মো বজেল।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যা ৬টার দিকে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, শহিদুলের কাছ থেকে ৫৯০ গ্রাম হেরোইন ছাড়াও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com