রাজশাহীর গোদাগাড়ীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৮:৪৫ অপরাহ্ণ

রাজশাহীর গোদাগাড়ীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
apps

রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল গণির ছেলে শিমুল হোসাইন (২৩)।

র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, শিমুল হোসাইনের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলাও করা হয়েছে।

Development by: webnewsdesign.com