রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা

রবিবার, ১১ অক্টোবর ২০২০ | ৪:৪৮ অপরাহ্ণ

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা
apps

রাজশাহীর গোদাগাড়ীতে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের বলিয়াডাং গ্রামে এ ঘটনা ঘটে।

আদিবাসী ওই স্কুলছাত্রীর বাড়ি বর্গিতলা গ্রামে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আল-আমিন (২৭)। বলিয়াডাং গ্রামের আলম হোসেনের ছেলে। এ ঘটনায় ভূক্তভুগী কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে গোদাগাড়ী থানায় মামলা করেন। সে রাতেই অভিযুক্ত পুলিশ গ্রেপ্তার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নবম শ্রেণির ওই আদিবাসী ছাত্রী (১৪) শনিবার বিকেল তিনটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বলিয়াডাং গ্রামে শিক্ষকের বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে ধানক্ষেতের আইলের ওপর একা পেয়ে বলিয়াডাং গ্রামের আলম হোসেনের ছেলে আল আমিন কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরী চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। ওই সময় আল-আমিন পালিয়ে যায়।

ওসি আরো জানান, রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com