রাজশাহীতে ৪১ জনের বিরুদ্ধে মামলা, প্রায় ২৫ হাজার টাকা জরিমানা

শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ৩:২৮ অপরাহ্ণ

রাজশাহীতে ৪১ জনের বিরুদ্ধে মামলা, প্রায় ২৫ হাজার টাকা জরিমানা
apps

রাজশাহীতে লকডাউনে শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্যবিধি না মানায় ৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময়ে জরিমানা করা হয়েছে ২৪ হাজার ৩৫০ টাকা। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ শুক্রবার রাত সাড়ে ৮ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুক্রবার সকাল থেকে রাজশাহী নগরী ও উপজেলা গুলোতে এই জরিমানা করা হয়।

মোহাম্মদ কাউছার হামিদ আরও বলেন, লকডাউন চলাকালে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে দন্ডবিধি-১৮৬০ এবং সংক্রামক রোগপ্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল আইন-২০১৮ সালের আইনে ৪১ জনকে মামলা দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ২৪ হাজার ৩৫০ টাকা। একই সময়ে অসচ্ছল এক হাজার মানুষকে ১ হাজার ২৫০টি মাস্ক বিতরণ করা হয়েছে। সর্বাত্মক লকডাউন চলাকালে বিধিনিষেধ অনুযায়ী জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের বাইরে কেউ দোকানপাট খুলতে পারবে না।

এ সময়ে অপ্রয়োজনে কেউ বাইরেও বের হতে পারবে না। জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। কিন্তু লক্ষ করা গেছে, এই সময়েও কেউ কেউ দোকান খুলেছে। তাদের জরিমানা করা হয়েছে। এ ছাড়া যারা মাস্ক পরেননি কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন, তাঁদেরও মামলা দেয়া হয়েছে।

Development by: webnewsdesign.com