রাজশাহীতে স্বস্তির বৃষ্টি

শনিবার, ১০ জুন ২০২৩ | ২:০৮ অপরাহ্ণ

রাজশাহীতে স্বস্তির বৃষ্টি
রাজশাহীতে স্বস্তির বৃষ্টি
apps

বেশ কিছুদিন থেকেই রাজশাহীতে অব্যাহত ছিলো তীব্র তাপদাহ। রাজশাহীবাসী অপেক্ষা করছিলো কবে নামবে বৃষ্টি হবে। তবে রাজশাহীবাসীর সেই অপেক্ষা শেষ করে আজ শুক্রবার (৯ জুন) দুপুর দুইটার দিকে নামে স্বস্তির বৃষ্টি।

এতেই জনমনে স্বস্থি ফিরে এসেছে। গত দুইদিন থেকে সকালের সূর্য দেরীতে উঠতে দেখা যায়। তবে ভ্যাপসা গরম ছিলো প্রচন্ড রকমের। বেলা ১১ টার পর প্রচন্ড রোদ উঠতে দেখা যায়। শুক্রবার জুম্মার নামাজের আগেই আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুর দুইটার দিকে হালকা বাসাতের সাথে মেঘের গর্জন উঠে। পরে বৃষ্টি হতে দেখা গেছে।

রাজশাহী মহানগরীর, সাহেব বাজার, আলপট্টি, কল্পণা সিনেমা হল মোড়সহ বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখো গেছে। রাজশাহী মহানগরী ছাড়াও গোদাগাড়ী-তানোর এলাকায় বৃষ্টি হওয়ার খবর জানা গেছে। দুপুর আড়াইটায় সময়ও রাজশাহীর আকাশে মেঘ ও বৃষ্টি চলমান ছিল। আবহাওয়া অধিদপ্তর রাজশাহীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়ে রেখেছিল।

রাজশাহী আবহাওয়া অধিদপ্তর বেলা ১১ টায় ও ১২ টায় আজকের তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াম রেকর্ড করে। বেলা ২ টায় ৩৬. ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রী সেলসিয়াস। তবে রাজশাহী আবহাওয়া অফিস রাজশাহী মহানগরীর সকল জায়গায় বৃষ্টিপাত না হওয়ায় বৃষ্টিপাতের তথ্য জানাতে পারেননি।

Development by: webnewsdesign.com