রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি কমিশনার

বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | ৬:৩৫ অপরাহ্ণ

রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি কমিশনার
apps

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্দ্যেগে দুস্থ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় চত্বরে কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানা এলাকার পাঁচশ সকাল শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এছাড়াও উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) ডি,এম, হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার-টু-পুলিশ কমিশনার), নাজমুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) উৎপল কুমার চৌধুরী, কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইন-চার্জ এসএম মাসুদ পারভেজ, কর্ণহার থানা অফিসার ইন-চাজর্ আনোয়ার আলী তুহীন, দামকুড়া থানা অফিসার ইন-চার্জ মাহবুব আলম। আরও উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান।

Development by: webnewsdesign.com