রাজশাহীতে ক্লেমন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২১-২২ এ অংশ নিতে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ দলের খোলোয়াড়দের পরিচিতি ও জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর লবঙ্গ চাইনিজ এন্ড ফাস্ট ফুড রেস্তোরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এবং শহীদ শামসুল আলম স্মৃতি সংসদের কর্ণধার আজিজুল আলম বেন্টু। আরও উপস্থিাত ছিলেন, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু, আব্দুল ওয়াহেদ খান টিটু, আরিফ প্রমূখ।
এসময় প্রধান অতিথি আজিজুল আলম বেন্টু বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্যা ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থা দেহ মানেই সুস্থা মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত।
তিনি আরও বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের রয়েছে গৌরবাজ্জ্বল সাফল্য। ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রেই এগিয়ে রয়েছে রাজশাহী।
এবারে শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ দলে রয়েছেন- আজিজুল আলম বেন্টু, আরিফ, শাওন, ফরহাদ, সজীব, কানন, সুমন, রকি, ডিকি, রিদয়, মামুন, তুহিন, আরিফ, সবুজ, সাব্বির, রিমন, শিবলী, জুবাইর, মশিউর, হিমেল ও সোহাগ।
Development by: webnewsdesign.com