রাজশাহীতে মামলার স্বাক্ষী চাচাকে কুঁপিয়ে হত্যা করলেন ভাতিজা

রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | ৬:০৭ অপরাহ্ণ

রাজশাহীতে মামলার স্বাক্ষী চাচাকে কুঁপিয়ে হত্যা করলেন ভাতিজা
apps

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভাতিজার দায়ের কোপে নাজিম উদ্দিন শাহ (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) সকাল ৯ঘটিকার সময় উপজেলার বাকশিমইল ইউনিয়নের সিন্দুরী গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত নাজিম উদ্দিন শাহ ওই এলাকার মৃত ময়েজ উদ্দিন শাহর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং ভাতিজা নাসির উদ্দিন শাহকে (৩০) আটক করেন ।মোহনপুর থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ জানান,রবিবার সকালে নাজিম উদ্দিন শাহ নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তার ভাতিজা নাসির উদ্দিন শাহ।এরপর আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হইলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ।এরপর মৃত. নাজিম উদ্দিন শাহের লাশ পুলিশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে প্রেরন করেন ।

স্বজনদের বরাত দিয়ে এসআই ইব্রাহিম জানান, বছরখানেক আগে আসামী নাসির তার বাবা নাজু শাহকে কোদাল দিয়ে কুঁপিয়ে মারাত্মকভাবে জখম করেন। ওই সময় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তার বাবা।

সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে এসে ছেলের নামে মামলা দায়ের করেন। উক্ত মামলার সাক্ষী ছিলেন চাচা নাজিম উদ্দিন শাহ। সাক্ষ্য দেওয়ায় চাচার ওপরে ক্ষুদ্ধ ছিলেন ভাতিজা। এরই জেরে এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটিও খতিয়ে দেখছেন মোহনপুর থানা পুলিশ।

Development by: webnewsdesign.com