ফেসবুক লাইভে এসে ‘প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না’ এমন বক্তব্য রাখায় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
মামলার এজহারে তিনি উল্লেখ করেন, সাবেক ভিপি নূর, তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ধর্মের অনুভূতির প্রতি আঘাত করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় তিনি বর্তমান সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মন্তব্য করছেন।
এছাড়া তার বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েমিথ্যা আক্রমণাত্নক তথ্য-উপাত্ত ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোষ্ট ও ভিডিও চিত্র প্রচার করে বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা , বিদ্বেষ এবং আইন শৃখলা অবনতি ঘটানোর অপচেষ্টা করেছেন । এতে সামাজিক ও সাম্প্রদাযকি সম্প্রতি বিনষ্ট সহ আইন-শৃংখলা পরিস্থিতি চরম অবনতি ঘটার উপক্রম রয়েছে ।
এবিষয়ে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাংবাদিকদের জানান- ভিপি নুর তার ফেসবুক লাইভে বলছে- ‘প্রকৃত মুসলমান আওয়াামী লীগ সমর্থন করতে পারে না। বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সরকার সম্পর্কে মিথ্যা, বানোয়াট মন্তব্য করেছেন। আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে ভিপি নুরের এমন বক্তব্যে মর্মাহত হয়েছি। ভিপি নুর রবের বিষয়ে সন্দহ প্রকাশ করেছে- আমি মনে করি ভিপি নুর একজন নাস্তিক।
তিনি আরও বলেন- নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ যুবলীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে এই মামলা করা হয়েছে। মামলা বিষয়ে তিনি আরও বলেন- যে ধারায় এই মামলা করা হয়েছে সেই অনুযায়ী শাস্তির দাবি করছি।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন জানান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নগর যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। এনিয়ে একজন সিনিয়র ইন্সপেক্টর (এসআই) নিয়োগ করা হয়েছে। এছাড়া মামলার বাদি পেনডাউভে যে ভিডিও দিয়েছেন সেটি পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে ওই ভিডিও ভিপি নুরের প্রমানিত হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে গ্রেফতার করা হবে।
এসময় রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১
Development by: webnewsdesign.com