রাজশাহীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৩ দোকানির জরিমানা

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৪০ অপরাহ্ণ

রাজশাহীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৩ দোকানির জরিমানা
রাজশাহীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৩ দোকানির জরিমানা
apps

রাজশাহীতে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর মাস্টার পাড়া কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

রাজশাহী জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, সরকার আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছে। তা নিশ্চিতের জন্যই আজকের বাজারে অভিযান চালানো হয়েছে। সরকারের আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আজকের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে আব্দুল্লাহ সবজির দোকান, আলঙ্গির স্টোর ও মেসার্স বেন্টু ভান্ডারকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com