রাজশাহীতে প্রকাশ্যে ব্যবসায়ীর মাছ ও টাকা লুটের অভিযোগ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | ১:৩৮ অপরাহ্ণ

রাজশাহীতে প্রকাশ্যে ব্যবসায়ীর মাছ ও টাকা লুটের অভিযোগ
apps

রাজশাহী মহানগরীতে প্রকাশ্যে মাছের আড়ৎ থেকে এক ব্যবসায়ীর নগদ টাকা ও মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(১১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগরীর নিউমার্কেট সংলগ্ন মাছের আড়তে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা স্থানীয় যুবক বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ।

ব্যবসায়ী দ্বীন মোহাম্মাদের বড় ভাই আবদুস সালেক ঘটনার বর্ণনা দিয়ে জানান, শুক্রবার সকলে গোরহাঙ্গা এলাকার খলিলের ছেলে মোমিন, আমিন, শাহিন ও ফয়সালসহ প্রায় ১০ থেকে ১৫ জন যুবক তাদের দোকানে মাছ কিনতে আসেন। এ সময় মাছের দাম করতে করতে এক পর্যায়ে অতর্কিত হামলা চালায়।

 

দ্বীন মোহাম্মদকে মারধর করা হয় এবং তার পকেটে ও টুলবক্সে থাকা প্রায় তিন লাখ টাকাসহ অনেকগুলো ইলিশ মাছ লুট করে নিয়ে চলে যায় । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, এ বিষয়ে তারা একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com