পুলিশের ওপর হামলা মামলার আসামি জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আরএমপির বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রোববার নগরীর সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কাটাখালী এলাকার আকবর আলীর ছেলে শামীম হোসেন (৩৩), নওদাপড়ার আব্দুল করিমের ছেলে শিবির কর্মী তাহমিদুর রহমান (২০) ও এমারত হোসেনের ছেলে রায়হানুল ইসলাম প্রিন্স (২১), মেহেরচন্ডি গ্রামের তসলিম উদ্দীনের ছেলে আব্দুল হামিদ (৫১) এবং ভালুকপুকুর এলাকার এয়াকুব আলীর ছেলে শিবির কর্মী আজিজুল হক (২১)। আরএমপির গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
রাজশাহী মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর নগরীর উপশহর এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলটিতে কর্তব্যরত পুলিশদের ওপর ইটপাটকেল ও পাথর ছুড়ে মারা হয়। এর ফলে তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন। ঘটনার একদিন পর পুলিশ জামায়াতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছিলেন। রোববার এই মামলার আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হলো। এ পর্যন্ত পুলিশের হামলার ঘটনায় মোট দশজনকে আটক করা হলো।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, নগরীর উপশহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com