রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন,পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারন্টেভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডলে থানা পুলিশ শিমুল (৩৫) কে ১৫ গ্রাম হেরোইন, রাজন (৩১) কে ১৩ গ্রাম হেরোইন, জহির রায়হান (২২), অলিউল্লাহ (১৯) কে ৩০ গ্রাম হেরোইন, বেলপুকুর থানা পুলিশ মামুন (২৫) কে ৫ গ্রাম হেরোইন, শাহমখদুম থানা পুলিশ সাব্বির হোসেন (২১) কে ১১০ গ্রাম গাঁজা, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দুরুল হুদা (২৫) কে ১ লিটার ফেন্সডিলিসহ আটক করে, রাকেস আালী (২২) কে ৬ বোতল ফেন্সডিলি, ও ডিবি পুলিশ আমির হোসনে (২৮) কে ৫ গ্রাম হেরোইন, মিজানুর রহমান মিজু (৩০) কে ৫ গ্রাম হেরোইন।
গ্রেফতারকৃত ব্যক্তদিরে রিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
Development by: webnewsdesign.com