রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত প্রাপ্তবয়স্ক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে পুকুরে লাশ ভাসমান দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দেন।
খবর পেয়ে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি। পুকুরপাড়ে একটি লাল গামছাও পাওয়া গেছে।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকান্ড হতে পারে।”
Development by: webnewsdesign.com