সোমবার (১৪ এপ্রিল) এই দিনকে বরণ করে নিয়ে রাজশাহী মহানগরীতে বিভিন্ন আয়োজন করা হয়েছে।
নতুন বছরকে বরণ করে নিয়ে রাজশাহী মহানগরীতে বিভিন্ন আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে মহানগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমিতে অনুষ্ঠানে মিলিত হয় সকাল সাড়ে ৭টায়। এই শোভাযাত্রায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিন সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন করা হয়। সকাল পৌনে ৮টায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আরোও পড়ুন: শুরু হচ্ছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা
এ দিকে, বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার আগে সমাপ্ত করার নিদের্শনা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
আনন্দ শোভাযাত্রানববর্ষ বরণের আয়োজনের বিষয়ে রাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা নববর্ষ উৎসব আয়োজন করছি। এবারের আয়োজনের মোটিফ বা মূল প্রতিপাদ্য থাকবে আমাদের ঐতিহ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানকে ফুটিয়ে তোলা। এদিন সকাল থেকেই আনন্দ শোভাযাত্রা, শিল্পকর্ম প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন আয়োজন করা হচ্ছে।’
আরোও পড়ুন:বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: ড. মুহাম্মদ ইউনূস
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
Development by: webnewsdesign.com