রাজশাহীতে নতুন বছরে মাধ্যমিকে যায়নি ৭০ শতাংশ বই

শুক্রবার, ০৮ জানুয়ারি ২০২১ | ৫:০৩ অপরাহ্ণ

রাজশাহীতে নতুন বছরে মাধ্যমিকে যায়নি ৭০ শতাংশ বই
apps

রাজশাহীতে শুধু ৩০ শতাংশ বই গেছে বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড থেকে। এবছর অষ্টম শ্রেণি বাদে সব শ্রেণির শিক্ষার্থীরা নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ শুকেছে। তবে বাকির হিসেবে ৭০ শতাংশ বই এখনও যায়নি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। সংশ্লিষ্টরা বলছেন, বই কিছু কিছু করে আসছে। যে বইগুলো বাকি আছে সেগুলো আগামি ১৫ জানুয়ারির মধ্যে যাবে।

এরপরে বিদ্যালয় পর্যায়ে পাঠানো হবে। তখন বিদ্যালয় প্রধানরা তা শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন। তবে বই বিতরণ সম্পন্ন করেছে রাজশাহী প্রাথমিক শিক্ষা অফিস। তারা প্রতিটি স্কুলে বই পৌঁছানো ও বিতরণ সম্পন্ন করেছে।

জানা গেছে- ২০২১ সালের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয় বছরের প্রথম দিনে। তবে বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড থেকে বই না আশা বিদ্যালয় পর্যায়ে বণ্টন সম্ভব হয়নি মাধ্যমিক পর্যায়ের।

এর মধ্যে ষষ্ঠ- সপ্তম শ্রেণি ছয়টা ও নবম শ্রেণির শিক্ষার্থীরা একটি করে বই পেয়েছে। আর বই আসলে বিদ্যালয়গুলোতে দ্রুত পৌঁছে দেওয়া হবে বলে জানান রাজশাহী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির ইসলাম। তিনি জানান, ‘৭০ শতাংশ বই এখানও আসেনি। ৩০ শতাংশ বই বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য পাঠানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সেগুলো বিতরণ করেছেন। এবছর জেলায় ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল ৬৪ লাখ। এর মধ্যে অষ্টম ছাড়া সব শ্রেণির বই কিছু কিছু এসেছে।’

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম জানান, ‘অষ্টম শ্রেণি ছাড়া সব শ্রেণির বই বিতরণ করেছি। তবে যে বইগুলো বাকি আছে, সেগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।’ অন্যদিকে, জেলায় প্রাথমিক পর্যায়ের বই বিতরণের বিষয়ে শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, ‘প্রাথমিকের সব বই বিতরণ সম্পন্ন হয়েছে। এবছর খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মের বই একই সঙ্গে এসেছে। তাই বই বিতরণে বাকি নেই।

Development by: webnewsdesign.com