রাজশাহীতে দেশীয় অস্ত্র ও হেরোইনসহ আশিক রানা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী জেলার বাঘা থানার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশিক রানা উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়ানী পৌরসভার নুরনগর গ্রামে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় রানার নিজ ঘর থেকে ৬০০ গ্রাম হেরোইন ও চারটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানায় হেরোইন ও দেশীয় অস্ত্রগুলো বিক্রির জন্য সংগ্রহ করেছেন।
র্যাাব আরও জানায়, তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। এর আগেও তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে। আসামিকে আদালতে সোপর্দ করার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com