রাজশাহীতে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ৬

রবিবার, ১৪ নভেম্বর ২০২১ | ৬:৪৩ অপরাহ্ণ

রাজশাহীতে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ৬
apps

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেল্পারসহ ৬ জন যাত্রী আহত হয়েছে। শনিবার রাত পৌণে ১২ টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙাডোবা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হানিফ বাসের হেল্পার আব্দুল রশিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। বর্তমানে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওর্য়াডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদে ৩৩ ও ২ নম্বর ওর্য়াডে চিকিৎসা চলছে। এ ঘটনার পর থেকে হানিফ পরিবহনের চালক পালতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই মহাসড়কে আলো স্বল্পতা রয়েছে। তারপর আবার আজ ঘন কুয়াশাপড়েছে। এরইমধ্যে রাত পৌণে ১২ টার দিকে ঢাকা মেট্রো ক ১৩-১৬০৩ হানিফ পরিবহনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী শহরের দিকে আসছিলো। এসময় গাড়িটি ডিঙাডোবা মোড়ে পৌঁছালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসটি ধুমরে মুচড়ে যায়। এতে বাসের ভেতর থেকে ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা গুরুত্বর আহতদের বাসের ভেতর থেকে চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

Development by: webnewsdesign.com