রাজশাহীতে টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুরু

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | ৮:২৮ অপরাহ্ণ

রাজশাহীতে টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুরু
apps

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) ১ম পর্বের খেলায় মঙ্গলবার সাইফ স্পোর্টিং ক্লাবের নাইজেরিয়ান ফুটবলার ইমেকার হ্যাট্রিকের সুবাদে ৫-১ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘকে। বিকেল ৩ টায় খেলা শুরু হলে সাইফ স্পোর্টিং এর রুয়ান্ডার ফুটবলার খেলার ১৫ মিনিটের মাথায় ১টি গোল করে। এছাড়া একুই ক্লাবের নাইজেরিয়ান ফুটবলার ৩৫ মিনিটের মাথায় ১টি গোল করলে ২-০ গোলে এগিয়ে যায়।

একচেটিয়া প্রাধন্য বিস্তার করে খেলতে খেলতে আবারো ৪৭ মিনিটের মাথায় সাইফ এর উজবিকাস্তিানের খেলোয়াড় আশরোর গোফরোব আরও ১টি গোল করেন ফলে ৩-০ গোলে এগিয়ে থাকে তারা। এদিকে স্বাধীনতা ক্রীড়া সংঘের উজবেকিস্তানের ফুটবলার সুযোগ পেয়েই ৪৯ মিনিটের মাথায় ১টি গোল পরিশোধ করেন। এর পর তারা গোল দেয়ার সুযোগ পেলেও ব্যর্থ হয়।

সাইফ স্পোর্টিং এর নাইজেরিয়ান ফুটবলার ইমেকা আবারো সুযোগ পেয়ে ৭০ ও ৭৯ মিনিটে আরও ২টি গোল করে হ্যাট্রিকের খাতায় নাম লিখায়। তার কিছুক্ষন পরেই রেফারী বাশিঁ বাজিয়ে খেলার সমাপ্তি টানেন। বুধবারের খেলায় বাংলাদেশ পুলিশ ক্লাব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অংশ নেবে।

Development by: webnewsdesign.com