রাজশাহীতে ঘুষ চাওয়ায় চার পুলিশের বিরুদ্ধে আইনজীবির মামলা

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১ | ৬:০৭ অপরাহ্ণ

রাজশাহীতে ঘুষ চাওয়ায় চার পুলিশের বিরুদ্ধে আইনজীবির মামলা
apps

মাটরসাইকেলের বৈধ কাগজ প্রদর্শন করলেও দুই হাজার টাকা ঘুষ দাবি করে বানেশ্বর পুলিশ বক্সের ট্রাফিক পুলিশরা। ঘুষ চাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজশাহী বারের আইনজীবি মো. সাদেক মিয়া।

বৃহস্পতিবার রাজশাহী জেলার সিনিয়র স্পেশাল ও দায়রা জজ আদালতে মামলা দায়ের হলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় আসামিরা হলেন, বানেশ্বর পুলিশ বক্সের ট্রাফিক অফিসার অভিজিৎ সরকার (৪০), এএসআই সাইফুল ইসলাম (৩৮), দুর্গাপুর থানার পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিন (৫০) ও খোরশেদ আলম (৩৯)।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ নভেম্বর দুপুর ১২টার সময় মামলার বাদি অ্যাডভোকেট মো. সাদেক মিয়া তার চাচাতো ভাই মেহেদী হাসানকে নিয়ে মোটরসাইকেলে কাজে বের হন। তারা দুর্গাপুর থানার মোড়ের ইসলামী ব্যাংকের সামনে ট্রাফিক পুলিশ তার মোটরসাইকেলের গতিরোধ করেন। ট্রাফিক পুলিশ মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান।

এ সময় মামলার বাদি তার মোটরসাইকেলের বৈধ কাগজ প্রদর্শন করলেও আসামিরা বাদির কাছে দুই হাজার টাকা দাবি করেন। বাদী নিজেকে আইনজীবী পরিচয় দিলে বাদি এবং পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বাদি ও আসামিদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হলে আসামিরা বাদী ও তার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মোটরসাইকেল কেড়ে নেয়।

বাদিকে ঘাড় ধাক্কা দিয়ে টেনেহেচড়ে থানায় নিয়ে হাজতে বন্ধ করে রাখা হয়। বাদি তার মোবাইল ফোনে দুর্গাপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে আসামিরা বাদির মোবাইল ফোন কেড়ে নেয়। এলাকায় ঘটনাটি জানাজানি হলে সাধারণ লোকজন থানা ঘেরাও করেন। এক পর্য্যয়ে পুলিশ বাদীকে ছেড়ে দিতে বাধ্য হয়।

Development by: webnewsdesign.com