রাজশাহীতে গোপনে কর্মচারী নিয়োগ, ধরা খেল অধ্যক্ষ

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৩:৪৮ অপরাহ্ণ

রাজশাহীতে গোপনে কর্মচারী নিয়োগ, ধরা খেল অধ্যক্ষ
apps

রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার গোপনে অধিক টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগের চেষ্টা করেও অবশেষে ধরা পড়ায় পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছেন। সোমবার ছিল নিয়োগ পরীক্ষার দিন। কিন্তু রোববার দুপুরের আগে পরীক্ষা স্থগিত হয়েছে বলে জানান বিষ্ণুপদ সরকার।

অনুসন্ধানে জানা যায়, তালন্দ কলেজ সংলগ্ন এলাকার দেবরাজ নামের একজনকে চাকরি দেওয়ার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা নিয়েছেন অধ্যক্ষ। এ খবর ছড়িয়ে পড়লে অন্য আবেদনকারীদের বাধার নিয়োগ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হন তিনি।

স্থানীয় জানায়, স্থানীয় সংসদ-সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ উপজেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও কলেজ এলাকার সুধীমহল কাউকে না জানিয়ে অধ্যক্ষ তার পছন্দের প্রার্থী নিয়োগ দিতে গোপনে কর্মচারী (সহকারী লাইব্রেরিয়ান) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই পদে নিয়োগ পেতে ১৫ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু তালন্দ কলেজপাড়ার সুব্রতের পুত্র দেবরাজকে নিয়োগ দিতে অধ্যক্ষ মরিয়া হয়ে উঠে।

এ বিষয়ে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু এমপি সাহেব নিষেধ করায় নিয়োগ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, এমপি সাহেবের উচিত হয়নি কলেজের বিষয়ে হস্তক্ষেপ করা এটা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই না।

Development by: webnewsdesign.com