চন্দ্রিমা থানা পুলিশ রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম (পূর্বপাড়া) থেকে গতকাল শনিবার গাঁজার গাছসহ শ্বশুর-জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে আরএমপি।
চন্দ্রিমা থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৭ এপ্রিল ২০২১ দুপুর ২টা ১০ মিনিটে চন্দ্রিমা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর ছোটবনগ্রাম পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ টি গাঁজার গাছ উদ্ধার করে এবং ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত সোলাইমান হোসেন এর ছেলে মোঃ মিজানুর হোসেন ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শাহাপুর গ্রামের মৃত পিতা মজির উদ্দিন মন্ডল এর ছেলে মোঃ আমজাদ হোসেন। সম্পর্কে তারা শ্বশুর-জামাই।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮
Development by: webnewsdesign.com