রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় (১৩ এপ্রিল) রাতে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডের দুই জন ও ২৭ নম্বর ওয়ার্ডের একজর মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, এখন পর্যন্ত রামেক ল্যবে মোট ১৬১ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মোট ৯৪ জন ভর্তি আছে। করোনা শনাক্ত রোগী সেবা নিচ্ছে ৫২ জন ও উপসর্গ নিয়ে ওয়ার্ডে ভর্তি আছে ৪৬ জন।
এদিকে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে বিভাগের নাটোরে একজন এবং বগুড়ায় একজনের মৃত্যু হয়। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪২৮ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৯ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৯ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগে নতুন ১৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ৫১ জন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৮৮৩ জন। এদের মধ্যে ২৫ হাজার ৩০৬ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৮৭ জন কোভিড-১৯ রোগী।
Development by: webnewsdesign.com