অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে নেসকো গ্রাহক সামাজ নামে অরাজনৈতিক সামাজিক সংগঠন।
রোববার(২০ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে রাজশাহীর মহানগরীর হেতেম খাঁয় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে নেসকোর কর্মকর্তাদের পাঠানো ঠিকাদারবাহিনী মানববন্ধনে অংশগ্রহণকৃতদের ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ার সময় হাতাহাতির ঘটনাও ঘটে।
মানববন্ধনের বক্তারা জানান, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে নেসকোর গ্রাহক সমাজ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছিলো। এমন সময় মানববন্ধনে কর্মকর্তাদের পাঠানো ঠিকাদারবাহিনী এসে ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নিতে চেষ্টা করে। তাতে বাধা দিলে তারা মানববন্ধনে অংশগ্রহণকৃতদের ওপর চড়াও হয়। তাতে প্রতিবাদ করলে ঠিকাদারবাহিনী ছাত্রলীগের কর্মীদের ডেকে আনলে হাতাহাতির ঘটনা ঘটে । এক পর্যায়ে মানববন্ধন শেষ করে তারা চলে যায়।
এসময় উপস্থিত ছিলেন- নেসকো গ্রাহক সমাজের সভাপতি আকবর আমিন, পরিবেশ আন্দোলনের পরিষদের আহ্বাযক মাহবুব হোসেন টুংকু, ছাত্রনেতা তামিম সিরাজী, সামাজিক সংগঠন হেল্প পিপুলস এর সভাপতি আল রশিদ রাহি প্রমুখ।
Development by: webnewsdesign.com