রাজশাহীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | ৬:০৯ অপরাহ্ণ

রাজশাহীতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
apps

রাজশাহীতে এক রাউন্ড গুলিসহ ১ টি বিদেশী রিভলভার ও ৪৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন আরএমপি ডিবি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়ে আমিন পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আজিম আলী (১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উত্তর উজিরপুর গ্রামের মো. নজরুলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এ সময় গোপন সংবাদের ভিত্তি জানতে পারে, একজন ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র ও নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়ে আমিন পেট্রোল পাম্পের সামনে হস্তান্তরের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা ১১ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মো. আজিম আলীকে গ্রেফতার করে। এ সময় তল্লাশী করে তার কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ ১ টি বিদেশী রিভলভার ও ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মো. খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে উক্ত অবৈধ অস্ত্র ও মাদক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আমিন পেট্রোল পাম্পের সামনে অজ্ঞাত এক ব্যক্তির নিকট পৌছানোর জন্য দিয়েছিলো এবং দীর্ঘদিন যাবত সে ও তার সহযোগীরা অবৈধ অস্ত্র ও ইয়াবা পরিবহন করে আসছে। আসন্ন ইউপি নির্বাচনে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

গ্রেফতারকৃত আসামীর বিররুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Development by: webnewsdesign.com