রাজশাহীতে অভাবে তাড়নায় সন্তান বিক্রি করলো বাবা

সোমবার, ২১ নভেম্বর ২০২২ | ৮:১৪ অপরাহ্ণ

রাজশাহীতে অভাবে তাড়নায় সন্তান বিক্রি করলো বাবা
apps

রাজশাহীতে অভাবের তাড়নায় বাবা তাঁর দুই দিন বয়সী কন্যা সন্তানকে গত ১২ নভেম্বর ২৪ হাজার টাকায় বিক্রি করে। রবিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। ওই কন্যা সন্তানের পিতার নাম মো. রহিদুল (৪০)কে রাজশাহী নগরীর রাজপাড়া থানা-পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বচ্চাটিকে কিক্রির কথা শিকার করেন। তার দেওয়া তথ্য ভিত্তিতে রবিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে।

কন্যা সন্তানের মা জান্নাতুন বেগম বলেন, ‘চিকিৎসার জন্য শিশু হাসপাতালে নিয়ে যাবার কথা বলে আমার স্বামী বাচ্চাটিকে আমার কাছ থেকে নিয়ে যায়। এরপর সে আমাকে বলে, আমাদের বাচ্চা মেয়ে মারা গেছে। আমি হাসপাতাল থেকে বাড়ি যাবার পর আমার মেয়ের কবর দেখাতে বলি। কিন্তু সে আমাকে কবর দেখায় না। উল্টাপাল্টা কথা বলে। আম বারবার কবর দেখতে চাইলে আমাকে মারার হুমকি দেয়। বিভন্ন রকমের কথা বলে। এ নিয়ে হাসপাতাল থেকে আসার পর থেকেই আমাদের মধ্যে বিবাদ লেগেই ছিল।’

তিনি বলেন, ‘রোববার সকালে আমি ছাড়াও আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন ওকে জেরা করায় সে স্বীকার করে যে বাচ্চা সে একজনকে দিয়ে দিয়েছে। আমার মেয়েকে বিক্রি করে দিয়েছে। এটি জানার পরই পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ওকে উদ্ধার করে নিয়ে এসেছে। আমার বাচ্চা ফিরে পেয়ে খুবই ভালো লাগছে।

বাচ্ছা পেয়ে জান্নাতুন বেগম বলেন ‘আমার বুকের ধন আমি বুকে পেয়েছি আর ছাড়ছি না। ভিক্ষা করে খাওয়াবো। তাও ওরে অন্য কারও কাছে দেবো না।’ রোববার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় উদ্ধার হওয়া সন্তানকে কোলে নিয়ে সাংবাদিকদের এভাবেই কথাগুলো বলছিলেন মা জান্নাতুন বেগম।

রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দি বলেন, ‘সকালে আমাদের ফোনে বিষয়টি জানানো হয়। আমরা গিয়ে শিশুটির বাবা রহিদুল ইসলামকে আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তিনি স্বীকার করেন জন্মের পরের দিনই নগরীর দাশপুকুর এলাকার অয়েজউদ্দিনের ছেলে তরিকুলের কাছে ৩০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দিয়েছেন।’ ‘তরিকুলকে আটক করার পর তিনি জানান, কাঁকনহাট এলাকার সিরাজুল ইসলাম নামে তার পূর্ব পরিচিত এক ব্যক্তির কাছে বাচ্চা দিয়েছেন। তার কাছেই বাচ্চা আছে। পরে পুলিশের একটি দল গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত রহিদুল, তরিকুল ও সিরাজের স্ত্রী বিউটি বেগমকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রহিদুল নওগাঁর সদর উপজেলার হানাইগাড়ি গ্রামের লক্ষিণ শাহিদার ছেলে। তিনি স্ত্রী জান্নাতুনকে নিয়ে রাজশাহী নগরীর সিলিন্দা এলাকায় বাস করতেন। গত ১০ নভেম্বর নগরীর কেয়ার নার্সিং হোমে জান্নাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরদিন কৌশলে সন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে তরিকুলের কাছে বিক্রি করে দেন বাবা রহিদুল।

রহিদুল দিনমজুরের পাশাপাশি কবিরাজি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, নার্সিং হোমে বাচ্চা হওয়াতে গিয়ে প্রায় ২৪ হাজার টাকা বিল হয়েছিল। এই টাকা তার কাছে ছিল না। এজন্যই সন্তান বিক্রি করা টাকা দিয়ে স্ত্রীকে নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে গেছেন তিনি।

এদিকে, আটক বিউটি জানিয়েছেন, তাদের কোনো সন্ত্রান নেই। এ কারণে তারা এই শিশুটিকে নিয়ে বড় করতে চেয়েছিলেন।

এ বিষয়ে কেয়ার নার্সিং হোমের পরিচালক গোলাম আশরাফ সরকার জানান, নার্সিং হোমেই বাচ্চার বাবা বাচ্চা বিক্রি করেছেন তা তিনি আগে জানতেন না। তবে বিষয়টি তিনি পরে শুনেছেন।

Development by: webnewsdesign.com