রাজশাহীগামী বনলতা ট্রেনে পাথর নিক্ষেপে নাক ফাটল নারী যাত্রীর

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ৩:৪৫ অপরাহ্ণ

রাজশাহীগামী বনলতা ট্রেনে পাথর নিক্ষেপে নাক ফাটল নারী যাত্রীর
apps

ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা ট্রেনে পাথর নিক্ষেপে রেবিনা আক্তার সুমি (২২) নামের এক নারীর নাক ফেটে রক্তাক্ত হয়ে গুরুত্ব আহত হয়েছে।

এই ঘটনায় আহত নারীর স্বামী আব্দুল করিম সোহেল ও আহত হয়েছে। আহত ব্যাক্তিরা হলেন রাজশাহী মহানগরীর চারখুটা নতুন হড়গ্রাম এলাকার বাসিন্দা।

আহত আব্দুল করিম সোহেল জানান, আমি একজন প্রবাসী কিছুদিন আগে দেশে আসি। সোমবার (২২ নভেম্বর) আমি ও আমার স্ত্রী ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন হতে সোয়া একটার বনলতা ট্রেনে চড়ে রাজশাহী আসছিলাম।

বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ রেলস্টেশনে পার হওয়ার পর হঠাৎ করেই ট্রেনেকে লক্ষ করে কয়েকজন পাথর নিক্ষেপ করতে থাকে। এতে আমার স্ত্রী জানালার পাশে থাকায় তার নাকে পাথর লেগে নাট ফেটে রক্তাক্ত হয়।

আমি পাশে থাকায় আমার হাতে ও কপালে পাথরের আঘাত লাগে। এই অবস্থা ট্রেনে চেচামেচি শুরু হলে অন্যান্যযাত্রী ও পুলিশ এগিয়ে আসে।

তিনি বলেন, বাংলাদেশ এমন ঘটনা প্রায় ঘটতে থাকে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে দেখা যায় না। এছাড়া ট্রেনে এমন ঘটনা ঘটতে থাকলেও আমার স্ত্রী গুরুতর আহত হলে ট্রেন কতৃপক্ষর পক্ষ হতে কোন চিকিৎসার উদ্যোগ নিতে দেখিনি।

এমনকি প্রাথমিক চিকিৎসার জন্য কোন ঔষধ বা সরঞ্জামাদি পাওয়া যায়নি। বাইরের দোকান হতে কোন রকম চিকিৎসা নেওয়া হয়েছে। রাজশাহী না পৌছা পর্যন্ত কোন ভালো চিকিৎসা করাতে পারছেন না। ততক্ষণে তার স্ত্রীর শারীরিক অবস্থা অবনতির দিকে চলে যেতে পারতো বলে জানান।

আহতরা ট্রেনে এসব ঘটনার শিকারের যাত্রীদের সেবার জন্য চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী রাখার দাবি জানান।

Development by: webnewsdesign.com