রাজনগরে চার সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ | ৯:২৪ অপরাহ্ণ

রাজনগরে চার সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
apps

মৌলভীবাজারের রাজনগরে লিপি রাণী দাস নামে এক নারী একই সাথে ৪ সন্তানের জন্ম দিলেন।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসব শিশু সন্তানের জন্ম হয়। ৪ সন্তানই সুস্থ স্বাভাবিক রয়েছে।

সোমবার বিকালে ৪ সন্তানের জন্মদেন লিপি রানী দাস। চার সন্তানের মধ্যে ২টি ছেলে ও দুটি মেয়ে সন্তান।

লিপিরানী দাস জানান, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় দেখা যায় তার ঔরসে ৪টি সন্তান রয়েছে। তাই তিনি সার্বক্ষনিক ডাক্তারের পরামর্শ ও সতর্ক ভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

জন্মধাত্রী মা লিপি রানী দাস জানান, এক সাথে সুস্থ ও স্বাভাবিক ৪টি সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি। শিশু ৪টির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিকেলে রয়েছেন। দু’একদিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে আসবেন। তাদের ৯ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। শিশুদের বাবা অমিত দাস জীবিকার অন্বেষণে দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। মাঝে মধ্যে তিনি স্বজনদের দেখতে দেশে আসেন।

অমিত দাসও ৪টি সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।

Development by: webnewsdesign.com