রাজনগরে ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | ৩:৩০ অপরাহ্ণ

রাজনগরে ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত
apps

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছার জ্যৈষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী।

তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন। শৈশব থেকেই বিভিন্ন খেলাধুলায় প্রচণ্ড উৎসাহ ছিল তার। তিনি একজন অন্যতম ক্রীড়া সংগঠক ছিলেন।বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ বিধি মেনে শহীদ শেখ কামালের শুভ জন্মদিন যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, আরও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদ বকস,সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর সহ ক্লাবের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ।

Development by: webnewsdesign.com