রাজনগরে করোনা খাতে সরকারী বরাদ্ধের সাড়ে ১৩ লাখ টাকা ফেরত, উপজেলা জুড়ে তোলপাড়

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | ৪:০৫ অপরাহ্ণ

রাজনগরে করোনা খাতে সরকারী বরাদ্ধের সাড়ে ১৩ লাখ টাকা ফেরত, উপজেলা জুড়ে তোলপাড়
apps

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ২০২০-২১ অর্থ বছরে ‘সঙ্গনিরোধ ব্যয়’ খাতে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ এসেছিল ১৮ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা, ফেরত গেছে ১৩ লাখ ৫৫ হাজার ৩৮০ টাকা।বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন, সঠিকভাবে খরচ করলে উপজেলায় স্বাস্থ্যখাতে আরও উন্নীতকরণ করা যেতো। এ বিষয়ে রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাশ জানান, প্রশিক্ষণ, টিকা প্রদান ও নমুনা সংগ্রহ বাবদ আমার উপজেলায় এ টাকা খরচ করা হয়েছে, অন্যখাতে খরচ করার সুযোগ ছিলো না।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, সুনির্দিষ্ট ব্যয়ের কোনো পরিকল্পনা দেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সব টাকা খরচ করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় থেকে টাকা সরাসরি সংশ্লিষ্ট উপজেলায় পাঠানো হয়। যার কারণে ব্যয়ের বিষয়ে আমাদের কোনো এখতিয়ার ছিল না। নির্দিষ্ট সময়ের জন্য বরাদ্দকৃত টাকার হিসাব মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়া হয়েছে। মৌলভীবাজারে করোনা রোগীদের উন্নত চিকিৎসার জন্য আমরা ইতিমধ্যে ‘অক্সিজেন প্ল্যান্ট’ করার উদ্যোগ নিয়েছি। সপ্তাহ দুয়েকের মধ্যে তা বাস্তবায়ন হবে আশা করছি।

Development by: webnewsdesign.com