রাজধানী থেকে ৪৪ হাজার পিস ইয়াবসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৪:৩৯ অপরাহ্ণ

রাজধানী থেকে ৪৪ হাজার পিস ইয়াবসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

রাজধানীতে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। দেশে লকডাউন চলাকালেও ইয়াবা কারবার সচল রেখেছিলেন গ্রেফতার আসামিরা।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন—মো. সুজন (৩০), মো. মোশারফ হোসেন (৪০), মো. আশরাফ আলী (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩১)। অভিযানে তাদের কাছ থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএমপির গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূধন দাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এসি মধুসূধন দাস বলেন, গ্রেফতার আসামিরা মাদক পরিবহনের জন্য ট্রাকের কেবিনের ভেতরে থাকা সিলিংয়ে বিশেষ কায়দায় বাক্স তৈরি করেছিলেন। সেখানে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার ও সরবরাহ করে আসছিলেন।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, দেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এভাবে ট্রাকে লুকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলো তারা।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Development by: webnewsdesign.com