রাজধানী থেকে ১৪২ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব-২’র সদস্যরা। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে হাজারীবাগ থানা এলাকায় কাঁচামালের গাড়ী থেকে তাদেরকে গ্রেফতার ও ফেনসিডিলগুলো উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মৃত নুরুল ইসলামের পুত্র মো: সুমন (২৭) মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মো: শহিদ (৩০)।
র্যাব-২ জানায়, মঙ্গলবার ভোর সোয়া ৫ টার দিকে র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্তবর্তী এলাকা হতে একটি কাঁচামাল ভর্তি পিকআপ গাড়িতে করে ফেন্সিডিল মাদকের একটি বড় চালান নিয়ে গাবতলী বেড়ি বাধ হয়ে হাজারীবাগ থানা এলাকায় হাস্তান্তরের জন্য আসছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল রাজধানী হাজারীবাগ থানাধীন শহীদ শেখ রাসেল সরকারী উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেক পোষ্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য মোঃ সুমন ও মোঃ শহিদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের ফেন্সিডিলের চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে ফেন্সিডিল আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে গাড়ি উপরে সাজানো সবজির মধ্যে অভিনব পন্থায় লুকায়িত ১৪২ বোতল ফেন্সিডিল গাঁজা পাওয়া যায়।
ধৃত আসামীরা আরো জানায়, রাজধানীতে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৭
Development by: webnewsdesign.com