রাজধানী ঢাকায় হেরোইন-ফেনসিডিলসহ গ্রেফতার ৬০

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | ২:৪৬ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় হেরোইন-ফেনসিডিলসহ গ্রেফতার ৬০
apps

রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল, ৩৩৪৮ পিস ইয়াবা বড়ি, ৪১২ গ্রাম হেরোইন, ২ বোতল দেশি মদ ও ১৫ কেজি ৪৩০ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

Development by: webnewsdesign.com