রাজধানী ঢাকাতে মাদকবিক্রি অভিযানে গ্রেপ্তার ৪৩

রবিবার, ২৫ জুন ২০২৩ | ১২:৪২ অপরাহ্ণ

রাজধানী ঢাকাতে মাদকবিক্রি অভিযানে গ্রেপ্তার ৪৩
রাজধানী ঢাকাতে মাদকবিক্রি অভিযানে গ্রেপ্তার ৪৩
apps

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৪ জুন) সকাল ছয়টা থেকে রোববার (২৫ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২২ হাজার ৭৮ ইয়াবা, ৮১ দশমিক ৫ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com