রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে হিরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (উত্তরা বিভাগ)। গ্রেফতারকৃতরা হল- মো. মনির হোসেন, মো. মাসুদ, মো. কামাল ও জিয়াসমিন।
শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানার ওহাব কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ মাদক চক্র সবুজবাগ থানার ওহাব কলোনী এলাকার সরদার বাড়ি কবরস্থানের সামনে হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Development by: webnewsdesign.com