রাজধানীর শ্যামলী এলাকা থেকে আবু সায়েম ওরফে সিফাত (২৬) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করা হয়েছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে শ্যামলী লিংক রোডে অভিযান চালানো হয়। অভিযানে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সিফাতকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। সিফাতের ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।
Development by: webnewsdesign.com