সোমবার (২৬ অক্টোবর) র্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানস্থ সাতমসজিদ হাউজিং, রোড নং-৫, বাসা নং-২ এর ৪র্থ তলা ভবনের ২য় তলার ডি ফ্ল্যাট হতে অস্ত্রধারী সন্ত্রাসী তরিকুল ইসলাম @সোহেল (৪৯)’কে ১টি বিদেশী পিস্তুল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৭২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
আসামী তরিকুল ইসলাম ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন দুগাছিয়া এলাকার মৃত আঃ রশিদ’র ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অস্ত্রধারী সন্ত্রাসী তরিকুল ইসলাম@সোহেল মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানস্থ সাতমসজিদ হাউজিং এলাকায় বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী তরিকুল ইসলাম @সোহেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী অস্ত্রধারী সন্ত্রাসী তরিকুল ইসলাম @সোহেল এর নিজ ভাড়া বাসা হতে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৭২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৯,০০০/-(ঊনষাট হাজার) টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকায় বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ক্রয় বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।
এছাড়াও আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ আবদুল্লাহ আল মামুন।
Development by: webnewsdesign.com