রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মধ্যরাতে আগুনে দগ্ধ হয়েছেন এক নারী। ওই নারীর নাম মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (৬ জুন) রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মাহমুদার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১২টি দোকানঘর ও বাড়ি আগুনে ভস্মিভূত প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
তার দগ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। এ সময় মাহমুদার মা সালমা বেগম সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ২০ দিন ধরে মেয়ের কোনো নিখোঁজ পাইনি। রাতে তার দগ্ধ হওয়ার সংবাদ পাই।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন বলেন, ‘এক রোগীকে ভর্তি নিয়ে ঝামেলা হচ্ছিল শুনে সেখানে গিয়েছি। পরে সব মিটে যাওয়ায় চলে এসেছি।’
Development by: webnewsdesign.com