রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান,আটক ৪৫

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ১২:৪১ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান,আটক ৪৫
apps

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশেষর (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। আটকের সময় তাদের হেফাজত থেকে ১২৬৫০ পিস ইয়াবা, ৮৩ গ্রাম ২২ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ২৮ কেজি ৩৮০ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

Development by: webnewsdesign.com