গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, (সিপিসি-১) শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর অভিযানে ডিএমপি ঢাকার বাড্ডা এলাকা হইতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় ২নং পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানাযায় এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত ১৫ জানুয়ারী ২০২২ ইং হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন গার্মেন্টস ফ্যাক্টরী থেকে বাড়ী ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হন। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উক্ত ঘটনা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে পুলিশের পাশাপাশি র্যাব উক্ত মামলাটির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার পরপরই এজাহারনামীয় ০১ নং আসামী পুলিশ কর্তৃক ধৃত হয় এবং উক্ত মামলার ৩নং ও ৪নং এজাহারনামীয় আসামী’কে র্যাব-৯, সিপিসি-১ কর্তৃক ধৃত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে জানা যায় যে, উক্ত মামলার এজাহারনামীয় সর্বশেষ ২নং আসামী আত্মগোপন করে ঢাকায় অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, এজাহারনামীয় ০২ নং আসামী ডিএমপি ঢাকার বাড্ডা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল গত ০১ ফেব্রুয়ারি ২০২২্ইং রাত ১০.৩০ টা হইতে ০২ ফেব্রুয়ারি ২০২২ ইং ০০.৪৫ টা পর্যন্ত সাড়াশি অভিযান পরিচালনা করে ডিএমপি ঢাকার বাড্ডা থানাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে হতে গণধর্ষণ মামলার নিম্নোক্ত পলাতক ধর্ষক’কে আটক করতে সমর্থ হয়। আটককৃত মোঃ দিদার মিয়া@বুইল্লা@দিদারুল হোসেন (২২),হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন’র বেঙ্গাডোবা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম@জাহাঙ্গীর মিয়া এবং আঙ্গুরা বেগম’র পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে উক্ত মামলার এজাহার নামীয় ০৪ (চার) জন আসামীর মধ্যে ০৪ (চার) জন-ই গ্রেফতার আছে। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৯, সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।সংবাদ বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com