রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসায় গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম শাহেদ (১৬)। সে মাদারীপুর কালকিনি উপজেলার আউলিয়ারচর গ্রামের তোতা মিয়ার ছেলে শাহেদ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পরিবারের সাথে উত্তর বাড্ডা হাজীপাড়া মসজিদ গলিতে থাকতো শাহেদ। গ্রামের বাড়িতে একটি স্কুলের ১০ম শ্রেণিতে লেখা পড়া করতো সে।
এদিকে উত্তর বাড্ডায় তাদের নিজেদের খাবার হোটেল রয়েছে। কিছুদিন আগে সে ঢাকায় এসে নিজেদের হোটেলেই কাজ শুরু করে। ২ ভাই ১ বোনের মধ্যে শাহেদ ছোট। মৃত শাহেদের বড় ভাই মো. শাহিন মাহমুদ জানান, সকালে বাসাতেই ছিল শাহেদ। সকাল ৮টার দিকে তার রুমে গিয়ে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি কারণে শাহেদ এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি স্বজনরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
Development by: webnewsdesign.com