রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। আগুনের তাপে তার ঘাড়ের একপাশ পুড়ে গেছে।
শনিবার (২১ আগস্ট) দুপুর ১২ টার দিকে ভবনটিতে আগুন নেভানোর সময় তিনি আহত হন। এ সময় ভবনটি থেকে নেমে রাস্তায় বসে পরেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বনানী অগ্নিকাণ্ডে শনিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৫০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন। এ সময় উত্তরার একজন ফায়ার ফাইটার আহত হন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মো. মনিরুজ্জামান নামের একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনটির তিন তলার এমিকনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি আহত হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি এখন উত্তরা ফায়ার স্টেশন আছেন।
Development by: webnewsdesign.com