পারিবারিক কলহের জেরে রাজধানীর মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ উমামা বেগম (৪৫) খুন হয়েছে। এ ঘটনার পর স্বামীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) সকালে ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ডিউটি অফিসার আকলিমা খাতুন। আটককৃত স্বামীর নাম মো. ওমর আলী (৫২)।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ এপ্রিল) আনুমানিক রাত ১১.৩০ মিনিট থেকে ১২ টার ভেতরে। ওই দম্পতি মিরপুর ডিওএইচএস-এ বসবাস করত। গৃহবধূর স্বামী অনেকদিন ধরেই প্রবাসে ছিল। করোনাকালে কিছু না করার কারণেই তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়, সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
পুলিশ আরও জানায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে ওমর আলী গৃহবধূকে অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ শনিবার (২৪ এপ্রিল) ভোরে মারা যায়।
Development by: webnewsdesign.com