রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় একটি বাসায় গ্যাসের আগুনে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মুগদা থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম।
দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— প্রিয়াংকা রানী, তার স্বামী সুধাংশু, ছেলে অরূপ ও প্রিয়াংকার মা শেফালী রানী। তারা ওই এলাকার সাজু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দগ্ধদের মধ্যে শেফালীর শরীরের ৫৫ শতাংশ, প্রিয়াংকার ৩০ শতাংশ, সুধাংশুর ৩৫ শতাংশ এবং অরূপের ৫ শতাংশ পুড়ে গেছে।
রান্নাঘরের গ্যাসলাইনের ছিদ্র থেকে সারারাত গ্যাস বেরিয়ে ঘরে জমে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সকাল সাড়ে ৮টার দিকে শেফালী রান্নাঘরে গিয়ে চুলা ধরাতে ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে ঘরে আগুন লেগে যায়। মুগদা থানার ওসি মীর জামিল উদ্দীন জানান, গ্যাস লিকেজ হয়ে রান্নাঘরে ছড়িয়ে পড়েছিল। সকালে রান্নার জন্য চুলার আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
Development by: webnewsdesign.com